অত্র মল্লিকবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসাটি ১৯৬০ইং সন হইতে ফোরকানিয়া ও হাফিজিয়া মাদরাসা হিসেবে চালু হয়। ১৯৭২ইং সনে মল্লিকবাড়ী ইসলামিয়া দাখিল মাদরাসা চালু হয়। এবং ০১/০৬/১৯৭৫ইং সনে মাদরাসাটি মঞ্জুরী প্রাপ্ত হয়। ১৯৯৪ইং সনে সকল শিক্ষকের নামে এম পি ও ভুক্ত হয়। বর্তমানে ১৬ জন শিক্ষক এবং ৩ জন কর্মচারী রয়েছে। শিক্ষক মণ্ডলীগণ দক্ষতার সাথে লেখাপড়া করিয়ে আসিতেছেন, এবং সুদক্ষ পরিচালনা কমিটি দ্বাড়া পরিচালনা হইতেছে।